সমালোচনা জীবনের পাথেয়, অযাচিত প্রশংসা জীবনের অন্তরায়।
আমিঃ তুমি একটা মুর্খ
বিবিঃ তুমার মতো আমি শিক্ষিত্ না
আমিঃ আমি ইংরেজী কইতে পারি
বিবিঃ 'ইয়েস নো ভেরী গুড' আমিও পারি
আমিঃ তাইলে কওতো দেখি 'আই ডোন্ট নো' মানে কী?
বিবিঃ (চরম গোস্বা হইয়া) আমি জানি না
আমিঃ এইবার বুঝছো তুমি? আমার সাথে লাগতে আইসো না
(বিবিরে আইজকা ইংরেজী শিখাইয়া তারপর অফিসে আসছি, কিছু পারে না আবার আমার সাথে তর্ক করে। বেকুব কোথাকার )
[ইহা একটি সত্য ঘটনা, একটুও অতিরন্জিত নহে - যাহা আজকে সকালে আমার জীবনে ঘটিয়া গেছে। টেনশনিত আছি - বাড়িতে গেলে খানা জুটবে কিনা? ]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।