যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
সন্ধ্যার পরে বিবিরপুকুরে যেকোন এক কোনায় আড্ডা অবধারিত ছিল। পাওয়া যেত আতিক, বিদ্যুত, শাহীন, জামিল, রমন, রনি, রুশো, সুমন সহ আরো অনেককে। দীর্ঘ বিরতিতে অনেক পরিচিত নাম ও মানুষগুলো স্মরণ থেকে হারিয়ে গেলেও বিবিরপুকুরের আবেদন অটুট রয়েছে স্মৃতিতে অমলিনভাবে। গীর্জা মহল্লার কোনে একটা চায়ের দোকান আছে। আতিক এবারও সেখানে চা খাওয়ালো। তারপরে চারিপাশে ঘুরে রাত এগারোটা পর্যন্ত আড্ডা দিলাম। এখন পুকুরেরর চারিপাশে ওয়াকওয়ে হয়েছে। পাড় বাঁধিয়েছে। ছোটছোট বেঞ্চি আছে পদযুগলকে বিশ্রাম দেবার জন্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।