জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে অংশ নেবে।
আজ বিকেলে জাপা মহাসচিব তার গুলশান বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সম্প্রতি একটি দৈনিক পত্রিকার প্রকাশিত ‘৮২টি আসন নিয়ে সরকারের সঙ্গে সমঝোতা’ শীর্ষক সংবাদের পরিপ্রেক্ষিতে এই সংবাদ সম্মেলন করা হয়। জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘‘সম্প্রতি একটি দৈনিক পত্রিকায় ‘৮২টি আসন নিয়ে সরকারের সঙ্গে সমঝোতার’ যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমাদের পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বারবার ঘোষণা দিয়েছেন, আমরা মহাজোটে থাকব না, মহাজোট ত্যাগ করব।’’দেশে চলমান রাজনৈতিক সংকটের কথা উল্লেখ করে রুহুল আমিন বলেন, ‘‘বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণের জন্য এরশাদের পক্ষ থেকে জাতীয় পার্টি সব ধরনের সহযোগিতা দেবে।’’
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।