আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিকৃতি

আমার কবিতাকে কেউ যদি টুইটারে ফলো করান তাতে কোন আপত্তি নেই, তবে নিজের বলে চালিয়ে দেবার অপচেষ্টা ভুলেও করতে যাবেন না যেন!..shahed_ar7@yahoo.com
  আমি এক প্রতিকৃতি, ভিসুভিয়াসের জ্বালামুখের মত এক বুক বেদনা বয়ে চলাই আমার রীতি; আষ্টেপৃষ্টে হেলানো ছবি দিয়ে শিল্পকে রাঙাতে নয় নিশিথে অপ্সরী হয়ে আমি চাই ঘুরে বেড়াতে শিল্পীর কাছে এ আমার করজোর আকুতি।। শিল্পী তুমি সযতনে তুলির আঁচড়ে করেছ প্রাণহীন সত্ত্বা আমায়, দেখে আমাকে কত না দর্শক তাদের ভালবাসা ঢেলে সাজায়। নেই কেন তবে তোমাদের সাথে আমার ভালবাসার সংহতি।। পুরোনো দেয়ালে সেঁটে থাকতে নয় করতে চাই আলিঙ্গন আমি সঙ্গীর উষ্ণতা, শীতাংশুর আলোয় বিবসন স্নান করি' পেতে চাই জীবনের পূর্ণতা। বিবর্ণ আকাশে পারতাম যদি উড়তে হয়ে লীলাবর্তী।।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।