আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিকৃতি : রূপ

ছায়াপ্রেম-রৌদ্রময় আর শীতল বহ্নিপ্রণয়

লম্বা দাড়ি তাই বলো ভাই শিল্পী কিংবা পাগল মৌ লোভী বা মোল্লা নাকি, সাধু নয় বা সন্ন্যাসী- প্রশ্ন যখন তখন কী আসে যায় দাড়ি, মুখটি আমার ঢেকে রাখি ! আমি কেউ একজন নই, আমার ভেতর সবাই তাইতো, দেখতে কালো, মনটা রাঙা সদাই আমি আর ভিন্ন কীসে, তোমার পরাণ, জাগি তোমার লাগি আমিও দেখো তোমার ভেতর কেমনে মিশে আছি বিশ্ব জগৎ সবটা আছে আমাদেরই দেহে, দেহ ঢাকতে জামা বানাই তেমনি ঢাকি মুখ... দাড়ি বা চুল পোষাক যত- বিশেষত্ব নাই ভুল ভেবো না, অসাধু নই কৃষিবিদ্যা জানি মৌ-মাছিতে কোন লোভ নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।