আজকাল ভাল একটা জিনিস লক্ষ করলাম। কেউ দলগতভাবে ইসলামি রাজনীতি কিংবা ইসলামি শাসনের কথা বললে তাদেরকে অনেক রুঢ় এবং ধমকের সাথেই বলা হয়-“শালা ধর্ম নিয়া ব্যবসা করস! ব্যবসা করার আর বিষয় পাস না?পুরাই ব্রেইন ওয়াশড মানুষের দল। ”
থাক বাবা। আপনারা দেখি অনেক বুঝেন। তবে এতো ভালভাবে আপনাদের মত ধর্মকে বুঝি না হয়ত আমরা।
তবে ঐসব ধর্ম ব্যবসায়ীদের দুই একটা সাফাই গাইতে খুব ইচ্ছে করছে। না!না! আমি নিজে কিছু বলব না। শুধু তাদের জন্য মহান আল্লাহ্ রাব্বুল আলামিন যে ধর্ম ব্যবসার কথা বলেছেন,তা দিয়েই তাদের একটু সাফাই গাচ্ছি আর কি। অবশ্যই তারা ধর্মের মাধ্যমে ব্যবসা করেন। তবে ভাই, তাদের ব্যবসা অর্থাৎ লেনদেন হয় একমাত্র আল্লাহ্ রাব্বুল আলামিনের সাথে।
যেখানে আল্লাহ্ তায়ালাই তাদের জান ও মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন,সেখানে তারা যদি ওই ব্যবসা না করে পা গুটিয়ে বসে থাকেন তবে কি তাদেরকে চালাক বলা যাবে???
#আসুন দেখি আল্লাহ্ কিভাবে তাদের সাথে ব্যবসা করেন
১. আল্লাহ তায়ালার রাস্তায় জিহাদ করা অত্যন্ত লাভজনক ব্যবসা। আল্লাহ তায়ালা বলেন:
إِنَّ اللَّهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنْفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فَيَقْتُلُونَ وَيُقْتَلُونَ وَعْدًا عَلَيْهِ حَقًّا فِي التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ وَالْقُرْآنِ وَمَنْ أَوْفَى بِعَهْدِهِ مِنَ اللَّهِ فَاسْتَبْشِرُوا بِبَيْعِكُمُ الَّذِي بَايَعْتُمْ بِهِ وَذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ (111)
অর্থাৎ, নিশ্চয় আল্লাহ তায়ালা মুমিনদের কাছ থেকে তাদের প্রাণ ও ধন-সম্পদকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তারা আল্লাহ তায়ালার পথে লড়াই করে, মারে এবং মরে। তাদের প্রতি তাওরাত,ইনজীল ও কুরআনে(জান্নাতের ওয়াদা)এটি একটি পাকাপোক্ত ওয়াদা। আর আল্লাহর চাইতে বেশী ওয়াদা রক্ষাকারী আর কে আছে?কাজেই তোমরা আল্লাহর সাথে যে কেনা-বেচা করছো সে জন্য শুভ সংবাদ গ্রহণ কর।
এটাই বিরাট সাফল্য। (সুরা তাওবা:১১১)
অন্য আয়াতে আল্লাহ তায়ালা বলেন:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَلْ أَدُلُّكُمْ عَلَى تِجَارَةٍ تُنْجِيكُمْ مِنْ عَذَابٍ أَلِيمٍ (10) تُؤْمِنُونَ بِاللَّهِ وَرَسُولِهِ وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ (11) يَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَيُدْخِلْكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ (12) وَأُخْرَى تُحِبُّونَهَا نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ (13)
অর্থাৎ, হে ঈমানদারগণ! আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব না যা তোমাদেরকে কঠিন আযাব থেকে মুক্তি দেবে? তোমরা আল্লাহ ও তার রসূলের প্রতি ঈমান আন এবং আল্লাহর পথে অর্থ-সম্পদ ও জান-প্রাণ দিয়ে জিহাদ কর। এটাই তোমাদের জন্য অতিব কল্যাণকর যদি তোমরা তা জান। তাহলে, (পুরস্কার হিসেবে) আল্লাহ তায়ালা তোমাদের গোনাহ ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে এমন বেহেশতে প্রবেশ করাবেন যার নীচে দিয়ে ঝর্ণাধারা বহমান থাকবে। আর চিরস্থায়ী বসবাসের জায়গা জান্নাতের মধ্যে তোমাদেরকে সর্বোত্তম বাসস্থান দান করবেন।
এটাই বড় সফলতা। আরেকটি জিনিস যা তোমরা আকাংখা কর আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং নিকটবর্তী সময়ে বিজয়। হে নবী! ঈমানদারদেরকে সুসংবাদ দান করুন। (সুরা সফ: ১০-১৩)।
তাহলে কি দাঁড়ালো?একজন প্রকৃত মুসলিম নিশ্চয়ই কখনই এই সহজ ধর্ম ব্যবসা করাকে আপত্তির চোখে দেখবেন না।
যদি এতেও কোন সন্দেহ থাকে তবে ওই মুসলিম সম্পর্কে আর কিছু বলার নেই। আল্লাহ্ আমাদের সবাইকেই সঠিক পথ প্রদর্শন করুক। আমীন। আমীন। আমীন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।