আমি মুসলিম, আমি দুর্জয়
আমি নির্ভিক নেই সংশয়।
এসো কান পেতে শোন গর্জন,
দেখে যাও মোর শান্তির দর্পণ।
কত্ত....দিন ধরে রেখে সম্মান
কি যতনে রেখেছিনু মোর ঈমান।
করিনি কভু হেলা পার্থিবে,
ভালবেসেছিনু সদা-সর্বদা জীবে।
হঠাৎ আমার চারিদিক হয় আঁধার,
ঘুনে ধরে সফেদ মনে অপার।
ভিন জাতি দেয় প্রলোভন মদ-নারী-বিত্ত,
বেশ ধরে শয়তানের লোভে ভরে চিত্ত।
ভুলে যাই মূহুর্তে মোর গর্বিত পরিচয়,
যুগে যুগে ইতিহাসে যত লিখা হয়।
হারিয়ে ফেলি সেই মান-খ্যাতি-জশ,
গোলামীর জিঞ্জিরে মন হয় বশ।
জ্ঞান ফিরে তব বুঝি কোরআনের আলোয়,
মেঘের আড়ে সূর্য হেসে সুখবর জানায়।
হাদীসের পথ ধরে পায়ে পায়ে হাটি
ভেঙ্গে পরে জিঞ্জির ফিরে পাই মাটি।
শয়তানও তেঁড়ে ওঠে ব্যার্থতায় ফুঁসে,
মুসলিমের পরাজয় বড় ভালবাসে।
নতুন করে ফন্দি আঁটে মুসলিমের ধ্বসে,
তৈরি হল বড় দেশের বড় রাজার বেশে।
পথভ্রষ্ট মুসলমানকে তুণের তীর করে,
লাদেন আর জঙ্গী বানায় সারা দুনিয়া ভরে।
বোমা বানায়-বন্দুক বানায়-বানায় মরণ যান,
সিরিজ বোমায় লুটিয়ে পরে হাজার মানব প্রাণ।
আকাশ কাঁদে-বাতাস কাঁদে-কাঁদে মানব মন,
শয়তানেরই ধোঁকা তোরা দিবি কতক্ষণ?
কতই রূপে ইবলিশ তুই চালাশ কারসাজি,
পারবিনা রে অধম তুই ধরতে পারিস বাজি।
রাসূল আমার প্রিয় নবী আঘাত হানিস তাঁকে,
তিনি মোদের ধ্যানের ছবি ভালবাসি যাকে।
তারই দোহাই দিয়ে আবার মারিস কত প্রাণ,
শয়তান তোকেই আমি বলছি সাবধান।
ভুলে গেছিস আমি এখনও মুসলিম,
ভয় করিনা কভু তোর মত জালিম।
আমার আছে প্রজ্ঞা-মনন, কোরআন থেকে জ্ঞান,
জব্দ আমি করব তোকে রেখে মোদের মান।
তানিয়া হাসান খান
সময়: রাত্রি ২:৩০ মি.
তারিখ: ১।
১০। ১২ ইং
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।