আমাদের কথা খুঁজে নিন

   

"মুসলিমের প্রত্যেক কর্মেই রয়েছে আল্লাহর সন্তুষ্টি, যদি সে চায়"



মানুষের একটি স্বভাবজাত বিষয় হল, সে সুযোগ পেলেই ভাল কাজ করতে চায় বা অন্তত অংশগ্রহন করতে চায়। কিন্তু অনেকেরই হয়ত ধারনা নেই ভাল কাজ কী বা দৈনন্দিন জীবনে সে যা করছে, তার মধ্যেই ভাল কাজ রয়েছে যার মাধ্যমে সে তার পরকালীন জীবন সুন্দর করতে পারে। আমাদের প্রাত্যহিক জীবনের কিছু কাজ যা আমরা এমনিতেই করে থাকি, তা একটু খেয়াল করে করলেই সে কাজগুলো ইবা...দাতে পরিনত হতে পারে। যেমন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেছেন, ‘প্রত্যেক কাজের প্রতিদান নির্ভর করে তার নিয়্যাতের উপর, আর প্রত্যেক ব্যাক্তি যা নিয়্যাত করেছে তাই পাবে’। হাদীসটি বর্ণনা করেন হাদীস শাস্ত্রের দুই নক্ষত্র ইমাম বুখারী ও মুসলিম রাহিমাহুমুল্লাহ।

আমরা অনেকেই পিতামাতার খেদমাত করি তাদের প্রতি আমাদের স্বভাবজাত শ্রদ্ধা বা ভালবাসার ভিত্তিতে। কিন্তু যদি এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন লক্ষ্য-উদ্দেশ্য হয়, তাহলে আমাদের স্বভাবজাত কাজটিই ইবাদাত হয়ে যাবে ‘ইন শা আল্লাহ’। আরো কিছু কাজ আমরা করে থাকি আমাদের চরিত্রের ভাল দিকের প্রভাবে। কিন্তু আমরা যদি জানি যে, ওই কাজগুলোর মাধ্যমে আমরা আল্লাহর ইবাদাত করতে পারি, তাহলে সেটা কতইনা আনন্দদায়ক হবে! আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হ’তে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেছেন, ‘প্রত্যহ যখন সূর্য উঠে, মানুষের (শরীরের) প্রত্যেক জোড়ার সাদকাহ দেয়া আবশ্যক। দু’জন মানুষের মাঝে ইনসাফ করা হচ্ছে সাদকাহ, কোন আরোহীকে তার বাহনের উপর আরোহন করতে বা তার উপর বোঝা উঠাতে সাহায্য করা হচ্ছে সাদকাহ, ভাল কথা হচ্ছে সাদকাহ এবং রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো হচ্ছে সাদকাহ।

হাদীসটি বর্ণনা করেন ইমাম বুখারী ও মুসলিম রাহিমাহুমুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ মানুষের জন্য তার প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় করার কত সহজ পথ বাৎলে দিয়েছেন। শুধু আমাদের একটু খেয়াল রাখতে হবে আমরা কী করছি। আল্লাহ আমাদের ভাল কাজের তৌফিক দিন।

আমীন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.