যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
আপনি কিভাবে "মুসলিম" শব্দটি ইংরেজীতে লেখেন? Muslim নিশ্চয়ই! মুসলমানরা এই শব্দটাকে ইংরেজীতে এভাবে লিখে থাকে। তবে পাশ্চাত্যে এর বানান নিয়ে কিছু রকমফের আছে। Moslem বানান সেক্ষেত্রে কোন হেটরেড এর প্রতিফলন কিনা আমি জানি না, তবে দেখতে অভ্যস্ত নয়। বাংলাদেশে কোন ট্রাভেল এজেন্সীতে যদি আপনি টিকিট বুক করে মুসলিম মিল দিতে বলেন তবে ইটিনিয়ারীতে সেটা উল্লেখিত হয় Moslem Meal হিসাবে। এতে কি মুসলমানদের কোন অপমান হয়?
ট্রাভেল এজেন্সীকে জিজ্ঞেস করলে তারা জানালো সফটওয়ারে নাকি এমন করেই লেখা। সমস্ত এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সীর নাকি একই চিত্র!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।