পরীক্ষায় নকল ঠেকাতে হল পরিদর্শকরা কত পন্থাই না অবলম্বন করেন। এবার বেশ বিচিত্র কৌশল নিয়েছে ব্যাংককের কাজেসার্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষা হলে শিক্ষার্থীদের নকল করা ঠেকাতে বিশেষ ধরনের কাগজের হেলমেট তৈরি করেছে থাইল্যান্ডের এই বিশ্ববিদ্যালয়ের হল পরিদর্শকরা।
পাশের বন্ধুর খাতা দেখে দেখে লেখা ঠেকাতেই এই হেলমেটের ব্যবস্থা। ছবিতে দেখা যায়, শ্রেণীকক্ষে কাগজের তৈরি এই বিশেষ ধরনের হেলমেট পরে শিক্ষার্থীরা মিডটার্ম পরীক্ষায় অংশ নিচ্ছে।
পরীক্ষার হলে হেলমেট পড়া পরীক্ষার্থীদের ছবিটি প্রথমে বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ফেসবুক পেজে আপলোড করা হলে ফেসবুকসহ ইন্টারনেটে দ্রুত ছড়িয়ে যায়। পরে জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ ছবিটি প্রকাশ করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।