আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে সাংবিধানিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করা হবে।
অতীতের ক্ষমতা বদল সম্পর্কে তিনি বলেন, ‘স্বাধীনতার পর থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়নি। ’
তিনি বলেন, ‘শুধুমাত্র ২০০১ সালে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছে। তাছাড়া দেশের মানুষকে সব সময় সমস্যা মোকাবেলা করতে হয়েছে। তাই, একবার-না একবার সাংবিধানিক উপায়ে ক্ষমতা হস্তান্তর শুরু করা উচিত।
মানুষ আর কত কষ্ট সহ্য করবে!’
আজ রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এ সব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘উচ্চ আদালতেও সাংবিধানিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের কথা বলা হয়েছে। বুদ্ধিজীবীরা কি একটিবারও এ কথা ভেবে দেখেন না?তিনি বলেন, ‘আগামীতে সাংবিধানিক উপায়েই ক্ষমতা হস্তান্তর করা হবে। ’
প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ আর অসাংবিধানিকভাবে যাতে ক্ষমতায় না আসতে পারে, সে জন্য আমরা ক্ষমতায় আসার পর সংবিধানে তা অন্তর্ভুক্ত করেছি। আগামীতে আর্মি বেইজড বা আর্মি ব্যাক কারোর ক্ষমতায় আসার সুযোগ নেই।
এটা করেছি, মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করার জন্য। ’
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।