মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা
গনতন্ত্রের অবস্থা হয়েছে মালপোয়া'র মত। তেলে ভাজার ছ্যাঁত ছ্যাঁত আওয়াজ পাওয়া যায়, দেখতে বেশ রসালো। ভাজা হবার পর ঘরের মানুষের পাতে না পড়ে দোকানের তাকে যায়। এইটা হইল র্কপোরেট গনতন্ত্রের সংজ্ঞা।
এক ভদ্্রলোকের সাথে কথা হচ্ছিল।
উনি বললেন
'' জামাত কনস্টিটিউশনাল পলিটিক্স করে''। সাংবিধানিক রাজনীতি বিষয়টা কি আমি সাহস করিয়া জিগাইতে পারি নাই। কারণ তহন আমি চিড়ার পোলাউ খাইতেছিলাম। এই জামাতকথন করে চিড়ার পোলাউ এর অপমান করতে ইচ্ছা হয় নাই।
সাংবিধানিক রাজনীতি কি ?
সংবিধানে রাজনীতির কি কোন রুপরেখা আছে কি?
বিজ্ঞ এবং অজ্ঞ ব্লগার সবাই আওয়াজ দেন।
একটু জানবার ইচ্ছা হইছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।