আমাদের কথা খুঁজে নিন

   

দারিদ্র্য দূর করা সম্ভব : ড. ইউনূস

সামাজিক ব্যবসার মাধ্যমে সারা বিশ্ব থেকেই দারিদ্র্য দূর করা সম্ভব। তরুণদের সৃজনীশক্তি দিয়ে দেশকে সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস। গতকাল সোশ্যাল বিজনেস ডিজাইন ল্যাবের একটি কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। রাজধানীর মিরপুরে ইউনূস সেন্টারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালা প্রতি মাসে একবার অনুষ্ঠিত হয়। এবার ছিল সপ্তম কর্মশালা।

কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশে ইউনূস বলেন, সামাজিক ব্যবসা মূলত সমস্যা সমাধানভিত্তিক। সামাজিক শক্তি আর্থিক সমস্যার সমাধান দেয়। মানুষের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে সমাজের আমূল পরিবর্তন সম্ভব। তিনি বলেন, পুঁজি ও সম্পদের অভাব সামাজিক ব্যবসায় বাধা নয়, বরং তরুণদের সৃজনীশক্তি দেশকে সম্ভাবনার দিকে এগিয়ে নেবে। দারিদ্র্যকে জয় করে সাবলম্বী করবে।

সমাজের শোষণ ও দারিদ্র্যে জর্জরিত জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিতে সামাজিক ব্যবসার গুরুত্ব অনেক। এবারের কর্মশালায় সোশ্যাল বিজনেসের (সামাজিক ব্যবসা) ছয়টি নতুন ধারণা নিয়ে আলোচনা হয়। বাগেরহাটে কোকো পিথ প্লাস্টিক কমপাউন্ড ইন্ডাস্ট্রি, মৎস্য খামার, টাঙ্গাইলের রাকিবনগর সোশ্যাল বিজনেস ফর ভালনারেবল উইমেনসহ ছয়টি বিষয় নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সংশ্লিষ্টরা।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.