তার আসল নাম সোলেমান গুনডগ হলেও পৃথিবীর ইতিহাসে তিনি পরিচিত সোলেমান ডেমিরেল নামে। তিনি একজন তুর্কি প্রধানমন্ত্রী। আধুনিক তুরস্ক গঠনে তার অবদান সবচেয়ে বেশি বলে মনে করা হয়। সোলেমান ডেমিরেল মোট সাত মেয়াদে তুরস্কের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ১৯৯৩ থেকে ২০০০ সাল পর্যন্ত ডেমিরেল তুরস্কের নবম প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেছেন সাফল্যের সঙ্গে।
স্পার্টার আটাবেতে জন্মগ্রহণকারী বর্ষীয়ান এই নেতাকে তুরস্কের মানুষজন জীবন্ত কিংবদন্তি বলেই ডাকে। সোলেমান ডেমিরেলের শাসনকালকে আধুনিক তুরস্ক গঠনের মূল স্তম্ভ মানা হয়। মালয়েশিয়ার জনক মাহাথির মোহাম্মদের মতোই তিনি তুরস্কের অর্থনৈতিক- সাংস্কৃতিক ও আন্তর্জাতিক উন্নয়নে স্মরণীয় অবদান রেখেছেন।
আজারবাইজানসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তুরস্কের সম্পর্কোন্নয়নে সোলেমান ডেমিরেলের ভূমিকা সর্বজন প্রশংসিত হয়েছে। তার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার তুরস্ককে একটি আধুনিক প্রগতিশীল রাষ্ট্রে পরিণত করেছে।
আর এ কারণেই তিনি তুরস্কের মানুষ তো বটেই, সারা বিশ্বের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।