আমাদের কথা খুঁজে নিন

   

এশীয় যুব গেমসের জন্য ‘ছোট’ দল

আগামী ১৬ থেকে ২৬ অগাস্ট চীনের নানজিংয়ে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় অ্যাথলেটিক্স, সাঁতার, গলফ, ভারোত্তোলন ও বাস্কেটবলে অংশ নেবে বাংলাদেশ। তার আগে ২৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত দক্ষিণ কোরিয়ার ইনচিওনে এশীয় ইনডোর গেমসের কাবাডি, দাবা ও বিলিয়ার্ডে বাংলাদেশ অংশ নেবে। এই দুই প্রতিযোগিতার জন্য ৯১ লাখ টাকার বাজেট চূড়ান্ত করেছে বিওএ। এশীয় যুব গেমসের জন্য প্রথমে ৭৮ সদস্যের দল পাঠানোর সিদ্ধান্ত নিলেও সরকারের কাছ থেকে অর্থ বরাদ্দ না পাওয়ায় ২৭ জনে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বিওএ। আর এশীয় ইনডোর গেমসে যাবে ১৬ সদস্যের দল। প্রতিযোগিতার প্রস্তুতি সম্পর্কে ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদ জানান, “বাজেট তৈরী করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এবং বিওএতে পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ পেলেই আমরা প্রস্তুতি শুরু করবো।”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.