ব্যাডমিন্টনের পুরুষ এককে বাংলাদেশের আইমান ইবনে জামান দ্বিতীয় দিনের খেলায় জাপানের এস কাজার কাছে ২১-৮ ও ২১-৩ পয়েন্টে হেরে গেছেন।
আগেরদিন অবশ্য ইরানের কাসীম আল মাদানলইকে হারিয়ে আইমান আশা জাগিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় দিনের খেলায় আর পেরে ওঠেননি তিনি।
এদিন বাস্কেটবলেও হেরে গেছে বাংলাদেশ। ইরান ১৬-১৫ পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ দলকে। আগেরদিন ১৫-১৩ পয়েন্টে ম্যাকাওয়ের কাছে হেরেছিল বাংলাদেশ।
আর শুটিংয়ে দুই শারমিনই ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ১০ মিটার এয়ার রাইফেলে বিকেএসপির শারমিন আক্তার ৩৯৬ স্কোর করে ৪০ জনের মধ্যে ২৭তম হয়েছেন। একই ইভেন্টে শাভার শুটিং ক্লাবের শারমিন আক্তার ৩৯৩.২ স্কোর করে ৩২তম হয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।