আমাদের কথা খুঁজে নিন

   

আদালতে ফটো সাংবাদিকদের জুতা ছুড়ে মারলেন ডিবি কর্মকর্তা



প্রকাশিত: আগস্ট ১৮,২০১৩ শীর্ষ নিউজ ডটকম, ঢাকা : আদালতে কর্তব্যরত ফটো সাংবাদিকদের জুতা ছুড়ে মেরেছেন মেহেদি নামে এক গোয়েন্দা পুলিশ (ডিবি)। জুতার আঘাতে একটি বেসরকারি চ্যানেলের একজন ভিডিও ক্যামেরাম্যান আহত হয়েছেন। রোববার দুপুর সোয়া ২টায় পুলিশ দম্পত্তি হত্যা মামলায় ঐশীকে মুখ্য মহানগর হাকিম আদালতে নেওয়া হলে এই ন্যক্কারজনক কা- ঘটায় ডিবি কর্মকর্তা মেহেদি। প্রত্যক্ষদর্শী ফটো সাংবাদিকরা শীর্ষ নিউজকে জানান, আদালতে ঐশীকে কালো কাপড়ে মুখ ঢেকে নিয়ে যায় ডিবি। ফটো সাংবাদিকরা এ সময় ঐশীর ছবি তুলতে মুখের কাপড় খোলার জন্য ডিবি কর্মকর্তাদের কাছে অনুরোধ করেন। এমন অনুরোধে ডিবি কর্মকর্তা মেহেদি ফটোসাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করতে থাকেন। ঘটনাস্থলে উপস্থিত ফটো সাংবাদিকরা প্রতিবাদ জানালে মেহেদি পা থেকে জুতা খুলে ছুড়ে মারেন। জুতার আঘাতে এটিএন বাংলা চ্যানেলের এক ভিডিও ক্যামেরাম্যান আহত হন। এ প্রসঙ্গে জানতে চাইলে গোয়েন্দা পুলিশ মুখ খুলতে রাজি হননি। শীর্ষ নিউজ ডটকম/শুভ/এইউ/এজে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.