মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারককে গতকাল আদালতে হাজির করা হয়েছে। ক্ষমতায় থাকাকালে তার বিরুদ্ধে আন্দোলনকারীদের হত্যার উসকানি দেওয়ার অভিযোগে এই হাজিরা। কারাগার থেকে ছাড়া পেয়ে গৃহবন্দী হওয়ার এক দিন পরই তাকে আদালতে হাজির করা হলো। সরাসরি সম্প্রচারিত টেলিভিশনের ফুটেজে ৮৫ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্ট ও একই অভিযোগে অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নিরাপত্তা বাহিনীর ছয় প্রধান কর্মকর্তা এবং তার দুই ছেলেকেও আসামির কাঠগড়ায় দেখা গেছে। এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।