বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সংবিধানের আলোকে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তাতে অংশ নেবে না বিএনপি।
আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির পক্ষ থেকে এ কথা জানান তিনি।
বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফকালে আনুষ্ঠানিকভাবে দলীয় বক্তব্য তুলে ধরেন ফখরুল।
মির্জা ফখরুল আরও বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য অনুসারে এ সংবিধানের আলোকে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সংঘাত আরও বাড়বে। সংকট ঘণীভূত হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরোধী দলের দাবি উড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২৫ অক্টোবরের পর সাংবিধানিক সংকট তৈরি হবে বলে যে কথা তারা বলছে, তা সত্য নয়। সাংবিধানিক সংকট তৈরি হওয়ার কোনো সুযোগই নেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।