গ্রেপ্তার মো. সৌরভ চৌধুরী (২০) হাটহাজারী থানাধীন অলিপুরের বাসিন্দা কামাল উদ্দিন চৌধুরীর ছেলে।
শনিবার রাতে হাটহাজারী থানাধীন ধোপার দিঘীর পাড় এলাকায় এক ট্রাকচালকের কাছ থেকে চাঁদা আদায়ের সময় তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
হাটহাজারী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাঙামাটি থেকে চট্টগ্রাম আসার সময় সৌরভসহ আরো দুজন লোক গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে ফারুক নামে এক ট্রাকচালকের কাগজপত্র তল্লাশি করে চাঁদা দাবি করে।
ট্রাকচালক টাকা দিতে অস্বীকৃতি জানালে সৌরভ তাকে মারধর করে। ওই সময় এলাকার লোকজন বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে সৌরভকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ট্রাকচালক ফারুক বাদি হয়ে সৌরভসহ অজ্ঞাত দুইজনকে আসামি করে মামলা দায়ের করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।