আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের ব্যক্তি-পূজা (repost)

Real knowledge is the knowledge about "The Real", or at least, that which leads to "The Real" - rest is just conjecture!

আমরা, এদেশের ব্যক্তি-পূজারী আম জনতা কেবলই ব্যক্তিরূপ মূর্তি খুঁজে বেড়াই - বন্দনার জন্য, পূজার জন্য, ধ্যানের জন্য - মালা পরাবার জন্য, হাততালি দেবার জন্য - পল্টন ময়দানের বেদীতে উপস্থাপনের জন্য। কি বিচিত্র আমাদের গতি, প্রকৃতি - পৌত্তলকিতার ঐতিহ্য প্রবাহমান ধমনীতে। তাই বুঝি “মূরত” ও “সূরত” ছাড়া মন বসে না, মন মানে না! কখনো ব্যক্তিরূপ মূর্তি- আবার কখনো মূর্তিরূপ ঈশ্বর। নিজেরা মূর্তি গড়ি - অতঃপর তার কাছে নিজেকে সমর্পণ করি। মোহভঙ্গ হলে পরে পুরাতন মূর্তি ভেঙ্গে ফেলি- আবার তার জায়গায় নতুন মূর্তি গড়ার আয়োজন করি। ফুলের তোড়া হাতে চৈত্রের খরতাপে দাঁড়িয়ে থাকি রাস্তার ধারে - ঘন্টার পর ঘন্টা সতৃষ্ণ নয়নে: যদি আমারই নিজ হাতে গড়া দেব বা দেবী - ক্ষণিকের তরে কৃপাদৃষ্টি নিক্ষেপ করে আমার দিকে! ধন্য হয়ে যায় বুঝি এ জীবন, কালো কাঁচের এপার থেকে - স্বপ্নের ফুলঝুরির কারিগরদের, স্বপ্নের মত এক ঝলক দেখে। অতঃপর ক্লান্ত নয়নে যখন রাজ-রথের দেখা মেলে - সাঁই করে মটরকেড চলে যায় চোখের পলকে। আমাদের ক্লান্ত, শ্রান্ত ও ক্ষুধার্ত চেহারায় ধূলা ছড়িয়ে। হাতের ফুলগুলো কখনো রয়েই যায়, হত-বিহ্বল ইতঃস্তত হাতে- কখনো অসহায় বোধে হাতের ফুল ছুঁড়ে দেয়া হয় রথের দিকে, র‌্যাডিয়েল টায়ারের তলায় পিষ্ট হয় আমাদের পূজার ফুল- সাথে চূর্ণ হয় শত শত অপূর্ণ ও মিথ্যা প্রতিশ্রুতি, আর আমাদেরই সৃষ্ট আমাদের ভালোবাসার মূর্তি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.