মানুষ আমি আমার কেন পাখির মত মন....
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমাদের রাস্ট্রীয় এয়ারলাইন্স দেশের পতাকাবাহী এয়ারলাইন্স। গত দের দশকে আমাদের দেশে কয়েকটি প্রাইভেট এয়ারলাইন্স গঠিত হয়েছে। যেহেতু একটির পর একটি প্রাইভেট এয়ারলাইন্স আত্মপ্রকাশ করছে সেহেতু ধরে নেয়া যায় যে এয়ারলাইন্স ব্যবসা ভালোই লাভ করছে। কিন্তু বিমান প্রতি বছর লস করে কেন? লসের কারনে অলরেডি তারা অনেক রুট বন্ধ করে দিয়েছে। আমি যতটুকু শুনেছি বিমানের পাইলটরা খুব ভালো মানের।
শুনা কথা হলেও বিশ্বাস করেছি কারন ভাংগা ও পুরাতন বিমান চালানোর জন্য অবশ্যই দক্ষ পাইলট হতে হয়।
আমাদের বিমান সময়মত চলে না। টিকিট চাইলে টিকিট পাওয়া যায় না। আবার দেখা যায় যে অনেক সিট খালি। কখনো আকাশে উড়লেও বিভিন্ন সমস্যার কারনে জরুরী অবতরন করতে হয়।
এক্ষেত্রে চরম এক অব্যবস্থাপনা দেখা যায়। এ দায় কার???
সম্প্রতি বিমানের লোগো ও ডিজাইন পরিবর্তন করা হয়েছে। আমার আশা করব এর সাথে সাথে বিমানের পরিচালনায় ও সার্ভিসে পরিবর্তন আসবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।