সমস্ত প্রাগ কথন,,অনির্ধারিত কিছু শব্দ..
স্বপ্ন বিষাদ স্বপ্ন রং
লাল সিঁদুর কালো শাড়ি
আমি বাচি মনের বাড়ী
লেখা লেখি বারাবারি
তোমার চোখে আমার তৃস্না
তৃন তুমি আমার ভাবনা
অরন্য রোদন তোমায় চাওয়া
স্বপ্ন বিষাদ স্বপ্ন আমার
তোমার বসত আমি বাচি
রক্ত নিশাচর রক্ত বাড়ী
আমার কান্না তোমার সাথি
স্বপ্ন বিষাদ কান্না সাথি
চোখে টলটল চোখা চুখি
স্বপ্ন হঠাৎ স্বপ্নের বাড়ী
তোমার ঠোঁটে আমার চাওয়া
স্বপ্ন গেল পরের বাড়ী।
যত রং ছিল আমার
রং হল বারা বারি
শত শহস্র শত রন্জি
মনের আয়নায় আমি সাজি।
একলা নিশ্চল একলা নিথর
একলা পথের শপথ উজ্জ্বল
তোমার আমার একলা থাকা
নিশ্চল শব্দ দেহের চাওয়া
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।