এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..
অমন করে হন্যে হয়ে কি জানি কি খোঁজ ;
বুকের কোষে বারে বারে আঘাত করে ভাবো -
পাঁজর ভেঙেই জিতে নেবে সুপ্ত ভালোবাসা ।
মুঠোফোনের অলি -গোলি সুযোগ পেলেই হাঁটো ;
খোলা পাতায় উঁকি দিয়ে নানান রকম কথার ভীড়ে
এলোমেলো কতো কীযে ভাবো ।
তবুও কি খুঁজে পেলে ফিরিয়ে নেওয়া লুপ্ত ভালোবাসা ?
রাঙা পায়ে আপন মনেই নকশা আঁকো তুমি ;
সেই পায়েতেই ইচ্ছে হলে শেকল দিয়ে রাখো -
আমি কি ছাই বিপননের শফেদ পুত্তলিকা ?
চাবি দিয়েই ছিনিয়ে নেবে -
খুব গোপনে জিইয়ে রাখা গুপ্ত ভালোবাসা ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।