সাভারে ছাত্রলীগ নেতার বেধড়ক পিটুনিতে শারীরিক প্রতিবন্ধী শামীমের মৃত্যুর ঘটনায় খুনীদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন। আজ সোমবার সকাল ১১ টায় সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে গেন্ডা বাসষ্ট্যান্ডে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
স্থানীয় বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সহযোগীতায় আয়োজিত, মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সাভার উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ, পল্লী উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থা, স্পাইনাল কর্ড ইনজুরি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডাব) ও জাতীয় প্রতিবন্ধী ফোরামের উদ্দ্যোগে কয়েকশ প্রতিবন্ধী, স্কুল কলেজের ছাত্রীসহ এলাকার সর্বস্তরের জনগন স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহন করেন।
এসময় নিহতের স্বজনসহ এলাকাবাসীরা হত্যাকারীদের অবিলম্বে গ্রপ্তোর ও ফাঁসির দাবীতে ঢাকা-আরিচা মহাসড়কটি প্রায় ১ ঘন্টা অবরোধ করে। ফলে ঢাকা-আরিচা মহসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মাত্র ১৯ দিন আগে প্রতিবন্ধী শামীম একটি পুত্র সন্তান জন্ম নিলেও তার মুখটি দেখতে পারেনি সে।
বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই ২৪ ঘন্টার মধ্যে প্রতিবন্ধী শামীমের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তিসহ শামীমের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরন দেয়া। অন্যথায়া তারা সারা বাংলাদেশের প্রতিবন্ধীদের নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক স্থায়ী অবরোধসহ কঠোর আন্দোলনের হুমকি দেয়।
এদিকে ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান জানায় প্রতিবন্ধী শামিম হত্যার সাথে যেই জড়িত হোক তাকে গ্রেফতার করা হবে । ফয়সাল ও জনিকে গ্রেফতার করতে বিভিন্ন গোয়েন্দা পুলিশ , র্যাবসহ সব ধরনের গোয়েন্দা এখন বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।