আমাদের কথা খুঁজে নিন

   

শামীমের শঙ্কা প্রকাশ নিয়ে প্রশ্ন অন্যদের

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শামীম ওসমান নাশকতার আশঙ্কা করলেও অন্য প্রার্থীরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। শামীম ছাড়া অন্য পাঁচ মেয়র প্রার্থীই আশা করছেন, সুষ্ঠু নির্বাচন হবে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী এবং বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন, হারের শঙ্কা থেকে নাশকতার কথা বলছেন শামীম। ৩০ অক্টোবর অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বৃহস্পতিবার ছিলো বহিরাগত অবস্থানের শেষ দিন। শুক্রবার থেকে প্রচার বন্ধ হয়ে যাবে।

সেদিন থেকে নির্বাচনী এলাকায় কাজ শুরু করবে সেনাবাহিনীও। পুলিশ প্রশাসন নিয়ে তৈমুর অভিযোগ জানানোর পর বৃহস্পতিবার সদর মডেল ও বন্দর থানার দুই ওসিকে বদলি করা হয়েছে ইসির নির্দেশে। বৃহস্পতিবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে সাবেক সংসদ সদস্য শামীম বলেন, জঙ্গিরা নির্বাচনে নাশকতা চালাতে পারে বলে তার কাছে তথ্য রয়েছে। তিনি আরো বলেন, "আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, বৃহস্পতিবার দিনের কোনো এক সময় দুর্বৃত্তরা বিভিন্ন স্থানে ভোটারদের মধ্যে কালো টাকা ছড়ানোর চেষ্টা করবে। এরপর পরিকল্পনা অনুযায়ী তাদের আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার পর তারা বলবে, তারা শামীম ওসমানের লোক।

" এর প্রতিক্রিয়া জানতে চাইলে তৈমুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরাজয় নিশ্চিত জেনেই নির্বাচনে জঙ্গি হামলা হতে পারে বলে শামীম ওসমান বলে বেড়াচ্ছেন। " "শামীম ওসমানকে জিজ্ঞাসাবাদ করলেই কে, কীভাবে জঙ্গি হামলা চালাবে, তার আসল তথ্য পাওয়া যাবে," বলেন তিনি। আইভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচনকে বানচাল করার জন্যই জঙ্গি হামলার কথা বলে শামীম ওসমান জনমনে ভীতির সঞ্চার করছেন। " "গোয়েন্দাদের কাছে জঙ্গি নাশকতার তথ্য না থাকলেও তার (শামীম) কাছে কীভাবে এ তথ্য থাকে," উল্টো প্রশ্ন করেন তিনি। আইভীর সমর্থনে গঠিত নাগরিক পরিষদের আহ্বায়ক এবং আওয়ামী লীগ নেতা এস এম আকরাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচনে জঙ্গি নাশকতার কোনো আশঙ্কা তারা দেখছেন না।

" তিনি প্রশ্ন করেন, "র‌্যাব-পুলিশ কারো কাছে এ ধরনের খবর নেই, শামীম ওসমান এ খবর কোথায় পান?" মেয়র প্রার্থী শরীফ মোহাম্মদ বলেন, নির্বাচনে কোনো ধরনের গোলযোগের আশঙ্কা দেখছেন না তিনি। মেয়র প্রার্থী আতিকুল ইসলাম জীবন ও আতিকুর রহমান নান্নু মুন্সীও মনে করেন, নির্বাচনের সার্বিক পরিবেশ ভালো রয়েছে। সুষ্ঠু পরিবেশেই নির্বাচন হবে বলেও মনে করেন এই দুই মেয়র প্রার্থী। নারায়ণগঞ্জের পুলিশ সুপার শেখ নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিটি নির্বাচনেই নাশকতার আশঙ্কা থাকলেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে জঙ্গি নাশকতার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। তবুও এ ব্যাপারে আমরা তৎপর রয়েছি।

" বৃহস্পতিবার রাতের মধ্যেই বহিরাগতদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা ত্যাগ করতে হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন। তবে শুক্রবার পর্যন্ত প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাতে পারবেন বলে জানান তিনি। দলীয় নেতাকর্মীদের নিয়ে শেষ দিনের প্রচারণায় ছয় মেয়র প্রার্থীর মধ্যে তিন জনকে সারাদিন ব্যস্ত দেখা যায়। সকাল থেকে নাগরিক পরিষদের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন আইভী। তার পক্ষে নারায়ণগঞ্জের সংসদ সদস্য সারাহ বেগম কবরী, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জি এম আরাফাত প্রচারে অংশ নেন।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য চন্দন শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শামীম ওসমানের পক্ষে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হোসেন, আবু হাসান আব্দুল্লাহ, মৃণাল কান্তি দাশ, সুজিত রায় নন্দী, পঙ্কজ দেবনাথ, লিয়াকত সিকদারসহ দলের কেন্দ্রীয় নেতারা প্রচার চালান। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তৈমুরের পক্ষে বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্ল¬াহ্ আমান, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কালাম, সাবেক মন্ত্রী আলতাফ হোসেন, বিএনপি নেতা রেজাউল করিম, হাবিবুর রহমান হাবিব, আব্দুল হাই, মো. নাজিম উদ্দিন আলম, খায়রুল কবির খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুন নবী খান সোহেল প্রচারে অংশ নেন। দুই থানায় নতুন ওসি নারায়ণগঞ্জের পুলিশ সুপার নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচনী কর্মকর্তার নির্দেশে নারায়ণগঞ্জের সদর মডেল থানা ও বন্দর থানার ওসি বদলি হয়েছে। সদর থানার ওসি আখতার হোসেনকে রূপগঞ্জে এবং বন্দর থানার ওসি হারুনুর রশিদকে আড়াইহাজার থানায় বদলি করা হয়েছে। রূপগঞ্জ থানার ওসি মজিবর রহমানকে সদর মডেল থানায় এবং আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলামকে বন্দর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার।

বুধবার তৈমুর অভিযোগ তোলার পর বৃহস্পতিবার সকালে দুই থানার ওসিকে বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন। 'সুষ্ঠু নির্বাচনে ইসি বদ্ধপরিকর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফর রহমান সাংবাদিকদের বলেছেন, তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য সব চেষ্টা চালিয়ে যাবেন। "আমি এখন পর্যন্ত কোনো ধরনের পক্ষপাতিত্বমূলক আচরণ করিনি, নিরপেক্ষভাবে কাজ চালিয়ে যাচ্ছি," বলেন তিনি। নির্বাচনে ব্যবহৃত সামগ্রী নারায়ণগঞ্জে আসতে শুরু করেছে বলে জানান তিনি। রিটার্নিং কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার বিকাল থেকে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিলসহ অন্যান্য সামগ্রী আসতে শুরু করেছে।

এসব সামগ্রী শহরের চাষাঢ়ায় শহীদ জিয়া হল মিলনায়তনে রাখা হচ্ছে। শনিবার বিকালে ইভিএম আসবে। নির্বাচন কর্মকর্তারা জানান, শুক্রবার সকাল থেকে চার কোম্পানি সেনাবাহিনী নির্বাচনী এলাকায় কাজ শুরু করবে। সঙ্গে থাকবে র‌্যাব, পুলিশ, কোস্টগার্ড ও আনসার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ হাজার সদস্য এ নির্বাচনে কাজ করবে বলে জানান তারা।

পুলিশ সুপার নাজমুল বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার, কালোটাকার প্রভাব বিস্তাররোধ, বহিরাগত ও তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারে সিটি কর্পোরেশনে প্রবেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.