আমাদের কথা খুঁজে নিন

   

অমর্ত্য গান + ভয় -- নীরেন্দ্রনাথ চক্রবর্তী

"আকাশে নক্ষত্র দেখে নক্ষত্রের মতন না হয়ে পারিনি আমি / নদী তীরে বসে তার ঢেউয়ের কাঁপন, / বেজেছে আমার বুকে বেদনার মত / ঘাসের হরিৎ রসে ছেয়েছে হৃদয়"। _আহমদ ছফা

অমর্ত্য গান নীরেন্দ্রনাথ চক্রবর্তী সাধারণ, তুমি সাধারণ, তাই অসাধারণের গানে উতলা হয়ো না হয়ো না, তোমার যা কিছু স্বপ্ন সীমা টানো তার, তুলে দাও খিল হৃদয়ে, নিখিল বসুধার সন্ধানে যেয়ো না, তোমার নেই অধিকার দুর্লভ তার গানে। সাধারণ, তুমি সাধারণ, তাই ছোট আশা ভালবাসা--- তা-ই দিয়ে ছোট হৃদয় ভরাও, তার বেশি যদি কিছু পেতে চাও পাবে না, পাবে না, যাকে আজও চেনা হল না, সর্বনাশা সেই মায়াবীর গান ভুলে যাও, ভোলো তার ভালবাসা। সাধারণ, তুমি সাধারণ, তবু অসাধারণের গানে ভুলেছ; পুড়েছে ছোট ছোট আশা, পুড়েছে তোমার ছোট ভালবাসা, ছোট হাসি আর ছোট কান্নার সব স্মৃতি সেই প্রাণে বুঝি মুছে যায় যে-প্রাণ হারায় সেই অমর্ত্য গানে। ভয় নীরেন্দ্রনাথ চক্রবর্তী যদি এ চোখের জ্যোতি নিবে যায়, তবে কী হবে, কী হবে! দূর পথে ঘুরে ঘুরে ঢের নদীবন খুঁজে যাকে এই রাতে নিয়ে এলে মন, এখনও দেখেনি তাকে, দেখেনি, এখন যদি এ চোখের জ্যোতি নিবে যায়, তবে কী হবে, কী হবে! সে-ও চলে যেতে পারে, যদি যায়, তবে কী হবে, কী হবে! এই যে চোখের আলো, ব্যথা-বেদনার আগুনে রেখেছি তাকে জ্বেলে আমি, তার দেখা পাওয়া যাবে, তাই। সে যদি আবার চলে যায়, চোখভরা আলো নিয়ে তবে কী হবে, কী হবে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.