ঠিক করছি "নাস্তিকপ্রেমী" সরকারের দালালদের 'তুমি' বলে সম্বোধন করব। তাদের 'আপনি' বললে 'আপনি' শব্দের অপমান হয়। এনি প্রবলেম... নতুন বার্তা ডেস্ক ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের সাধারণ নির্বাচনে পাকিস্তান মুসলিম লিগ (এন) জয়লাভ করায় দলের নেতা নওয়াজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন। মঙ্গলবার এক বার্তায় প্রধানমন্ত্রী কাজের ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের পারষ্পরিক সহযোগিতার বিষয়ে আশা প্রকাশ করে বলেন, তার নেতৃত্বে দু’দেশের সম্পর্ক নতুন মাত্রা পাবে। এছাড়া শেখ হাসিনা গণতন্ত্রে পূর্ণ আস্থা প্রদর্শনের জন্য পাকিস্তানের জনগণ ও রাজনৈতিক দলগুলোকেও অভিনন্দন জানান। সূত্র: বাসস View this link আহারে নাজিব রাজাক ..... এইতো মাত্র কয়েকদিন আগেই হল মালয়শিয়ার নির্বাচন । জয় পেল বারিসান ন্যাশনাল । অথচ নাজিব রাজাক কে কোন শুভেচ্ছা জানাইলো না শেখ হাসিনা !! যে মালয়শিয়া মাত্র ৪০ হাজার টাকায় শ্রমিক নিচ্ছে। যে মালয়শিয়া পদ্মাসেতু করে দিতে চেয়েছিল, তাদের ব্যাপারে নুন্যতম সৌজন্য দেখানো হয়না। কিন্তু বাংলাদেশের চিরশত্রু পাকিস্তানের ব্যাপারে ..................... কে বাংলাদেশের বন্ধু পাকিস্তান নাকি মালয়শিয়া ??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।