পাকিস্তান সরকারের সঙ্গে তালেবান-মনোনীত দল তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) মধ্যে প্রথমবারের মতো গোপন স্থানে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। এতে শান্তি আলোচনার জন্য একটি 'রোডম্যাপ' তৈরি শুরু করার কথা রয়েছে।
সরকার তালেবান আলোচক দল গঠনের বিষয়টি পরিষ্কার করে জানাতে বলায় এ সপ্তাহের শুরুতে শান্তি আলোচনায় দেরি হয়। ২০০৭ সাল থেকে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহী লড়াই শুরু করে পাকিস্তান তালেবান নামে পরিচিত তেহরিক-ই তালেবান (টিটিপি)।
একের পর এক তালেবান হামলার পর গত সপ্তাহে প্রথম তালেবানের সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ ঘোষণা করেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
জানুয়ারিতে দেশটিতে তালেবান হামলায় সেনাসহ একশরও বেশি মানুষ মারা গেছে। ২০০৭ সালে টিটিপির লড়াই শুরুর পর থেকে হাজার হাজার মানুষ মারা গেছে। সরকারপক্ষের প্রধান আলোচক ইরফান সিদ্দিক বলেন, সরকারি কমিটি খোলা মনে আলোচনায় অংশ নেবে। পাকিস্তান ট্রিবিউন এ প্রতিবেদন প্রকাশ করেছে।
সরকারি দলে সিদ্দিকের সঙ্গে আরও আছেন এক প্রবীণ সাংবাদিক, সাবেক রাষ্ট্রদূত এবং গোয়েন্দা সংস্থা আইএসআইএর অবসরপ্রাপ্ত এক মেজর। অন্যদিকে, তিন সদস্যের টিটিপি আলোচক দলে আছে তালেবানের জনক বলে পরিচিত মৌলানা সামিউল হক, ইসলামাবাদের লাল মসজিদের প্রধান ধর্মগুরু এবং জামায়াত-ই-ইসলামীর একজন সদস্য। গত মে মাসে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সহিংসতা নিয়ন্ত্রণে আনতে ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হন।
তবে অনেকেই তার সরকারের বিরুদ্ধে জঙ্গিদের সঙ্গে লড়ার ব্যাপারে কৌশলের অভাব আছে বলে সমালোচনা করে। এরপর সম্প্রতি নওয়াজ শরিফ শান্তিপূর্ণভাবে তালেবান তৎপরতার অবসান ঘটাতে চান বলে জানান।
তবে আলোচনা ব্যর্থ হলে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন তিনি। সংবাদদাতারা বলেন, সরকারের সঙ্গে এ আলোচনা চলার সময়টিতে তালেবানরা আরও শক্তি সঞ্চয় এবং সুগঠিত হওয়ার সুযোগ পাবে। তালেবানদের এর আগে আলোচনার বসানোর সরকারের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। দ্য ডন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।