আমি, কথা কম -কাজ বেশীতে বিশ্বাসী......
ইতিহাস আেরাচনা কের দেখা যায় , সাধারনতঃ কোন বড় আবিস্কার একদিনে হয়না ;নানা যুগের অন্মেষন ,নানা যুগের প্রশ্ন আকাঙ্খা এ আবিস্কারের প্রতীক্ষায় থাকে ;নানা যুগের ঘটনাবলি যেন কোন এক হীরকখন্ড বা স্পর্শমনির দিকে আঙুল নির্দেশ করে।
পৃথিবীতে একটা িজনিস অন্য একট াজিনিসকে টানে ,আপেল গাচ থেকে মাটিতে পড়ে উপরে ওঠে না, উপররের দিকে ঢিল ছুড়লে তা নীচে মাটিতে এসে পড়ে , এ সবই নিউটনের আগে জানা ছিল ।কেপলারের সিদ্ধান্ত তিনিটি পূর্বকালের ধর্মীয় মতবাদে আঘাত হানায় বাতিল বলতে হয়েছিল ।এ ছাড়াও তার পূর্ববদী গনিতবিদরা গনিতের নানা শাখায় সম্মুখীন হয়েছিলেন যে সম্যসার সমাধান নাহলে গনতের অগ্রগিত রূদ্দ্ হয়ে যায়।এই সমস্ত সম্যসা একিভুত হয়ে যে সমস্ত আবিস্কারের প্রতীক্ষা করেছিল তার একিট হলো মধ্যাকর্ষন ।এই যে মাটির টানে আপেল নিচে পড়ে এই আকর্ষনকে তিনি অনেক সম্যসার সমাধানে প্রয়োগ করেছেন।কেপলারের সিদ্ধান্ত তিনটির ব্যাখ্যা একান থেকেই বের হয়।
নিউটন তখন কেমব্রিজর ছাত্র ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।