দুঃখ সুখ, অহম খেলা খেলছে মানুষ, যখন তখন, বাঊন্ডুলে, ভাবনা গুলোয় বিভোর আমার, আপন ভুবন।
দেখ রাত কি নিদারুন কষ্ট
বুকে আছি বেঁচে?
দেখ রাত কি গভীর নিরলিপ্ততা আমায়
অবরুদ্ধ করে রাখে!
তার সূচনার সমাপ্তিটা খুব দ্রুত
হৃদয় যন্ত্রনা তিব্র মুক্তি চেয়ে আজ পরাভূত।
বাস্তবতা এখন আমার কাছে অপারবাস্তব,
ব্যার্থ সব আজ অসীম শুন্য
চতুরমাত্রিকাতার মত ব্যাখ্যাহীন সমস্ত!!
মাঝে মাঝে শরীরের ইলেকট্রন গুলো
আলোড়িত হয়ে আবার হারায়
প্রোটনের দরজায় কড়া নেড়ে,
নিউটন সেল গুলোর ওলোটপালট
আমায় পাগল করে..।।
তবু বেঁচে আছি বেঁচে থাকার
শেষ রক্তে ভর করে!!!
সূচনার শেষ নিশ্বাস বুকে নিয়ে!!!
এলোমেলো মনের কিছু কথা, জানিনা তারপর কি??? হাজার প্রশ্ন মনের মাঝে চিৎকার করে উত্তর চায় জীবনের, তবু গেরস্থালি ঘরকাচারির সমস্ত কিছু জানার পরও উত্তর জানা তবু নিরুত্তর থাকতে হয়।
শুভকামনা সকলের জন্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।