কোন ব্লগার ভাই/বোন কি নিচের এই প্রবলেমের উত্তর সোজা ভাষায় দিতে পারবেন?? উদাসী স্বপ্ন ভাই কি আশেপাশে আছেন??
নিউটনের গ্রাভিটি থিয়োরি সার্বজনিন.. এর কোন ব্যতিক্রম নাই.... এই নিয়ম, যেটা ভর ও বস্তুর মাঝখানের ডিসট্যান্সের উপর নির্ভর করে- প্রকৃতি অক্ষরে অক্ষরে পালন করে থাকে। এই নিয়ম মেনেই পৃথিবী সূর্যের অক্ষপথে ঘুরছে... এই নিয়ম মেনেই বিজ্ঞানীরা প্রিডিক্ট করতে পারছে গ্রহ/নক্ষত্রের মোশান, রকেট পাঠাচ্ছে মহাশূন্যে। যখনই কোন দুইটা বস্তুর মধ্যে ভর বা ডিসট্যান্স চেন্জ হয়, এর সংগে সংগে (IMMEDIATELY) গ্রাভিটিশনাল ফোর্স ও চেন্জ হয়।
অন্যদিকে আইন্সটাইনর স্পেশাল থিয়োরি অফ রিলিটিভিটির মতে Nothing outruns photons মানে আলোর গতির চেয়ে বেশী গতিতে কোন কিছুই চলতে পারে না.... এমনকি কোন তথ্য, ঘটনা ও আলোর গতির চেয়ে দ্রুত ট্রান্সমিট হবে না। প্রকৃতিও এই নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে থাকে- এর কোন ব্যতিক্রম নাই... sub-atomic particle -Muon ও যদি আলোর গতির ৯৯.৯৯৯৯৯৯৯৯% গতিতে ট্রাভেল করে, এটার ভর স্হির অবস্হানে থাকার ভরের চেয়ে ৭০,০০০ গুন বেশী বেড়ে যাবে- এতে এটা আলোর গতিবেগকে অতিক্রম করতে পারবে না শত চেস্টা করলেও।
Now here is the Incompatibility between the two theories:
ধরুন হঠাৎ সূর্য এক্সপ্লোড করল। কিন্তু সূর্য পৃথিবী থেকে ৯৩ মিলিয়ন মাইল দুরে.... আলোর গতিতে (৬৬৭ মিলিয়ন মাইলস প্রতি ঘন্টায়) এই ইনফরমেশন পৃথিবীতে পৌছতে সময় লাগবে ৮ মিনিট, তার মানে পৃথিবী তার অক্ষপথে থাকবে ৮ মিনিট পর্যন্ত্য সূর্য ধ্বংস হওয়ার পরও (আইন্সটাইনের থিয়োরির মতে) কিন্তু নিউটনের মতে যেই মুহুর্ত্তে সূর্য ধ্বংস হবে, ইন্সট্যান্টলি পৃথিবীও তার গ্রাভিটাশিনাল ফোর্স হারাবে আর তাতেই পৃথিবী সাথে সাথে অক্ষচ্যূত হবে
আমি জানি যে আইন্সটাইন এই প্যারাডক্স সমাধান করতে প্রায় ৫-৬ বছর কাজ করেন এবং একটা সমাধান দেন কিন্তু আমার মত খুদ্র বুদ্ধির মাথায় তা বুঝতে পারছি না
আছেন কি কোন ভাই এর সমাধানটা সহজ ভাষায় বুঝিয়ে বলবেন???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।