সবকিছু
বাহ্যিক কোন বল না করিলে প্রয়োগ,
স্থির বস্তুর অবস্থান যে হবেনা বিয়োগ।
গতিশীল বস্তু যাবে সুষম দ্রুতিতে,
পরিবর্তন হবেনা তার চলমান গতিতে।
পরিবর্তনের হার বস্তুর ভরবেগের,
নির্ভর করে এর উপর প্রযুক্ত বলের।
যদিও দু'জনের সম্পর্ক সমানুপাতিক;
তারপরও ঘটনা রয়েছে একাধিক।
বল প্রয়োগ করা হবে যেদিকে--
বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটবে সেদিকে।
যদি কোন বস্তুকে দেওয়া হয় ক্রিয়া,
অবশ্যই সে দেবে তার সমান ও বিপরীত প্রতিক্রিয়া।
যদি না দিত সে প্রতিক্রিয়া
এক বস্তু যে যেত আরেক বস্তু ভেদ করিয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।