আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা সিনেমার আপডেটেড ডায়লগ

কিছুই লিখার নাই।

বাংলা সিনেমার কমন ডায়লগগুলা এমন হলে কেমন হত??? অরিজিনাল- চৌধুরী সাহেব,আমরা গরিব হতে পারি কিন্তু ছোটলোক নই। আপডেটেড- চৌধুরী সাহেব, ছোটলোক তোর আব্বু ***** পোলা। অরিজিনাল- শয়তান তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবিনা। আপডেটেড- শয়তান তুই আমার দেহ পাবি সাথে HIV ভাইরাস ফ্রী নিবি।

অরিজিনাল- শয়তান তুই আমার বোনের জীবন নিয়ে ছিনিমিনি খেলেচিস। তোকে আমি ছাড়ব না। আপডেটেড- শয়তান তুই খালি ছিনিমিনিই খেললি। আর কিছু করতে পারলি না। তাইলে তো তোর লগে বিয়া দিয়া দিতাম আর কইতাম আমার দুলাভাই বিশা গুন্ডা।

অরিজিনাল- "মা আমি বিএ পাশ করেছি। " -"আজ যদি তোর বাবা বেচে থাকতো কত খুশিই না হত। " আপডেটেড- "দূর হ হারামজাদা। এমন ভাব দেখাইতাসস যেন নোবেল প্রাইজ পাইসস। ভাগ্য ভাল তোর বাবা বাইচা নাই।

থাকলে জুতার বাড়ি খাইতি। " অরিজিনাল- আইন নিজের হাতে তুলে নিবেন না। আপডেটেড- এতক্ষন ধইরা ডায়লগ না মাইরা হাত দিয়া মারলে আইন আপনাআপনি আপনার হাতে চইলা যাইত। সবশেষে একটা চাকিপ কান ডায়লগ- "God give me power...I am only one MY NAME IS KHAN" আমারে কেউ ধর

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.