আমাদের কথা খুঁজে নিন

   

সমস্যা - ২ (৩ সুইচ, ১ বাল্ব)

লিখিতে শিখিতে চাহি

তুমি একটি বাড়ির নিচতলায় একটি সুইচ বোর্ডের সামনে দাঁড়িয়ে আছো। সুইচ বোর্ডটিতে মাত্র ৩ টি সুইচ আছে, যার সবগুলোই "অফ" করা অবস্থায় আছে। তুমি জানো যে, এই ৩ টি সুইচের একটি দিয়ে, দোতলার একটি রুমের একটি বাল্ব জ্বলে। বাকি ২ টি সুইচ কোনো কাজের না। তোমাকে বের করতে হবে, কোনটি সেই প্রয়োজনীয় সুইচ। কথা হচ্ছে, কোনো সুইচ "অন" করার পর বাল্বটি জ্বলল কিনা, সেটা দেখার জন্য তোমাকে দোতলায় যেতেই হবে, নিচে দাঁড়ানো অবস্থায় বোঝার উপায় নেই। কিন্তু, কোনো এক রহস্যময় এবং ভয়ংকর কারনে, তুমি দোতলায় মাত্র একবারই যেতে পারবে। তো, মাত্র একবার দোতলায় গি্য়ে কেমন করে তুমি বের করবে, কোন সুইচটি দিয়ে বাল্বটি জ্বলে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.