আমাদের কথা খুঁজে নিন

   

শাহজালালে ৩৭ কেজি সোনা উদ্ধার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ থেকে ৩৭ কেজি সোনার বার আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার ভোর পৌনে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছে, আটক হওয়া এই সোনার দাম প্রায় ১৫ কোটি টাকা।

ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার মাধব বিকাশ দেব রায় প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, গোপন সংবাদ পেয়ে তাঁরা আজ ভোরে দোহা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে তল্লাশি চালানো হয়।

উড়োজাহাজে একটি সিটের নিচে কালো কাপড়ে মোড়ানো টেপ পেঁচানো অবস্থায় বেশ কিছু সোনার বার পাওয়া যায়। এ ছাড়া ওপরের দিকে যাত্রীদের ব্যাগ রাখার স্থানেও সোনার বার পাওয়া যায়। সব মিলিয়ে ৩২০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এর দাম প্রায় ১৫ কোটি টাকা। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া নেওয়া হবে।

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.