হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ মঙ্গলবার ভোরে আবারও অবৈধভাবে আনা ২০ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। কুয়ালালামপুর থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা এই স্বর্ণের মূল্য প্রায় আট কোটি টাকা বলে জানা গেছে।
বিমানবন্দর সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে শাহজালাল বিমানবন্দরের কাস্টমস হাউসের সহকারি কমিশনার ওয়াজেদ আলী আজ ভোর সাড়ে পাঁচটার দিকে রিজেন্ট এয়ারওয়েজের টয়লেট থেকে পরিত্যাক্ত অবস্থায় ১০৭টি স্বর্ণের বার উদ্ধার করেন। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় আট কোটি টাকা বলে তিনি জানান।
সম্প্রতি প্রথম আলোর অনুসন্ধানে দেখা যায়, গত দুই বছরে এক রতি সোনা আমদানিরও শুল্ক পায়নি সরকার। অথচ বাজারে সোনা সরবরাহের কমতি নেই। এই ব্যবসার পুরোটাই এখন পাচারের ওপর নির্ভরশীল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।