আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সিনিয়র এএসপি ইকবাল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে ইউনাইটেড এয়ারওয়েজের মাস্কট-দুবাই-ঢাকা ফ্লাইটে আসা যাত্রীদের বহনকারী একটি বাসে ওই সোনা পাওয়া যায়।
“বিমান থেকে যাত্রীদের নামিয়ে ওই বাসে করে টার্মিনালে আনা হচ্ছিল। বাসের চালকের পাশে কালো রংয়ের ওই স্পোর্টস ব্যাগের ভেতরে ১৫৬টি সোনার বার পাওয়া যায়, যার ওজন প্রায় ১৮ কেজি। ”
ইউনাইটেড এয়ারওয়েজের ওই বাসচালককে এ ঘটনায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে বলে জানান তিনি।
শাহজালাল বিমানবন্দরে গত দুই মাসে এ নিয়ে তিনটি সোনার চালান আটক করলেন শুল্ক গোয়েন্দার।
এই সময়ে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরেও দুটি চালান ধরা পড়ে।
গত ২০ অগাস্ট হংকং থেকে ঢাকা হয়ে কলকাতাগামী এক ভারতীয় নাগরিকের কাছে সাড়ে সাত কেজি সোনা, আই ফোন ও বিপুল পরিমাণ মেমোরি কার্ড পাওয়া যায়।
এর আগে গত ২৪ জুলাই নেপাল থেকে আসা বিমানের একটি ফ্লাইটে ১২৪ কেজি সোনার বার পাওয়া যায় শাহজালাল বিমানবন্দরে। তার কয়েকদিন আগেই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছে পাওয়া যায় প্রায় ১৭ কেজি ওজনের ১৪৬টি সোনার বার।
আর গত ৬ জুলাই ঢাকায় শাহজালালে কুয়েত থেকে আসা একটি বিমানে প্রায় ২৫ কেজি সোনার বার পাওয়া যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।