আটক মোরশেদুল আলম (২৭) দুবাইয়ের একটি ফ্লাইটে রোববার বিকেল ৫টার দিকে ঢাকায় আসেন বলে কর্মকর্তারা জানান।
বিমানবন্দরের শুল্ক বিভাগের সহকারী কমিশনার ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোরশেদুলকে দেখে সন্দেহ হলে তার দেহ তল্লাসি করা হয়। তখন তার কাছে ২৬টি সোনার বার পাওয়া যায়।”
এসব বারের ওজন তিন কেজি হবে বলে জানান তিনি।
শুল্ক কর্মকর্তা ওয়াজেদ আলী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরশেদুল জানিয়েছেন বিমানবন্দরেই অন্য একজনকে সোনার বারগুলো হস্তান্তরের পরিকল্পনা ছিল তার।
তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।