এরা হলেন- মো. দুলাল হোসেন (২৫) ও শাহেদুর রহমান (৪৫)।
কাস্টমস গোয়েন্দা বিভাগের উপপরিচালক মুস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে দুবাইয়ের একটি ফ্লাইটে বিমানবন্দরে পৌঁছান দুলাল ও শাহেদুর।
ফাইল ছবি
“তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে এক পর্যায়ে তল্লাশি করা হয়। এ সময় তাদের অন্তর্বাস ও পায়ের গোড়ালিতে পরা অ্যাংলেটের ভিতরে সোনার বারগুলো পাওয়া যায়।”
সোনার বারগুলোর মোট ওজন ৭ কেজি ২০০ গ্রাম বলে জানান তিনি।
মুস্তাফিজুর রহমান বলেন, আটক দুইজন গত মাসে তিন থেকে চার বার দুবাই যাওয়া-আসা করেছে। তারা সোনা চোরাচালানের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।