আমাদের কথা খুঁজে নিন

   

শাহজালালে ফ্লাইট ওঠানামায় নতুন সূচি

রানওয়ে সংস্কার কাজের জন্য গত বছরের ১লা ডিসেম্বর থেকে বিমানবন্দরের প্রতিদিন ৯ ঘন্টা করে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রয়েছে, যা চলবে ৩০ মে পর্যন্ত।
বেবিচকের পরিচালক (ফ্লাইট সেফটি এন্ড রেগুলেশন) উইং কমান্ডার নাজমুল আনাম জানান, “১ জুন থেকে ৩০ আগষ্ট পযন্ত রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে চারটা পযন্ত বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকবে।”
তবে কাজ শেষ না হলে তা সেপ্টেম্বর পর্যন্ত বাড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।
“রানওয়ে সংস্কারের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে তবে রানওয়েতে লাইটিং এর কিছু কাজ বাকি আছে, মুলত এটির জন্যই এই চার ঘন্টা করে উড়োজাহাজ ওঠা নামা বন্ধ থাকবে।"
এদিকে, গত ১ অগাস্ট থেকে চলছে ট্যাক্সিওয়ে আধুনিকায়নের কাজ, যা শেষ হওয়ার কথা আগামী বছরের জুনে।
দেশের প্রধান বিমানবন্দর শাহজালালে প্রতিদিন বিভিন্ন রুটের প্রায় ৪২টি যাত্রীবাহী ও ৩টি কার্গো উড়োজাহাজ ওঠানামা করে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.