শুল্ক গোয়েন্দারা হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধ স্বর্ণসহ একজনকে আটক করেছে । শনিবার রাতে ৩০টি স্বর্ণের বার সহ তাকে আটক করা হয়।এই বারগুলোর বর্তমান বাজারমূল্য এক কোটি ৩৫ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দার সহকারি পরিচালক উম্মে নাহিদা আক্তার জানান, শনিবার রাত ১২টা ১০ মিনিটে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় ৩০টি স্বর্ণের বারসহ সাইহাম নামের একজনকে আটক করা হয়। তার বাড়ি মুন্সিগঞ্জে।
সাইহাম তার জুতোর ভেতর স্বর্ণের বারগুলো লুকিয়ে রাখেন। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে শুল্ক গোয়েন্দা সদস্যরা চ্যালেঞ্জ করে। পরে তল্লাশি করে স্বর্ণের ৩০টি বার পাওয়া যায়। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন,জানালেন নাহিদা আক্তার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।