আমাদের কথা খুঁজে নিন

   

সূর্যোদয় দেখবো আজকে-অনেকদিন পর।



আজকে সূর্যোদয় দেখবো বলে ঠিক করেছি। ছোটবেলায় বাবা বলতেন, “একটা ঘটনা ঘুরেফিরে বারবার আসলে তার আবেদন হারায়, নাহলে ভোরের শুরু আর দিনের শেষের চেয়ে চমৎকার কিছু নেই” ছোটবেলায় বাবা-মার হাত ধরে কতবার সূর্যোদয় দেখেছি হিসেব নেই। এখন শেষ কবে ভোর দেখেছি মনে পড়েনা। নেট ঘাঁটাঘাঁটি করতে গিয়ে হঠাৎ আজকে চোখে পড়ল কোথায় যেন লেখা, “Today is the first day for the rest of your life.” পুরনো অনুভূতিটা মাথায় বেজে উঠলো। যাই, আর বেশি সময় বাকি নেই। এতদিন পরে ভোর দেখবো, একটা সবুজ মাঠ না হলে কি হয়???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.