আমাদের কথা খুঁজে নিন

   

সূর্যোদয়

শুনি সাঁঝ বেলার সে গান মন গায় একা উজান

একটা ফাঁকা মাঠ, দূরে লাল পতাকা উড়ছে.... নিঃসঙ্গ জণজীবণ, যেন নাভিশ্বাস উঠছে । এতদিন যারা কাস্তে হাতুরি তারায় মাঠে সোনার ফসল ফলাত- হঠাৎ ঘাস ফুলের দোলায় রাতারাতি বিদ্রোহী বনে যায়। লাঙ্গল না বন্দুক, কৃষি না শিল্প দুই-এর দোলাচলে ওষ্ঠাগত প্রাণ। খেজুরি ক্যাম্প, ভাঙ্গাবেড়া ব্রিজ, তমলুক হাসপাতাল নামগুলি মুখে মুখে ফেরে। আর- কারও নিঃসঙ্গ লাশ, গুলিবৃদ্ধ দেহ, চাক বাঁধা রক্তে এলাকা থমথমে। আজও হয়তো কারও ঘরে লেগেছে আগুন- কোনও মা হারিয়েছেন সন্তান, কারও বা লুন্ঠিত শেষ সম্বল গৃহস্থের আঁচলে লুকনো আত্মসন্মান । শৃলতাহাণী শব্দটা কেন জানি না অর্থহীন লাগে- সত্যিই শ্রী আছে কি সমাজে, তবে নির্বিচারে মানুষ মারার নাম কেন সূর্যোদয় !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.