সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..
প্রবাসীবার্তায় প্রকাশিত
আরব আমিরাতের দুবাইতে কাজ করে ৫ মাস থেকে বেতন না পাওয়াতে কর্মবিরতির দেওয়ার অপরাধে কোম্পানীর মালিক ২৫ জন বাঙালিদের ওয়ার্ক পারমিট কার্ড ফিরিয়ে নিয়েছে। ফলে এখন শ্রমিকরা না পারছে আদালতের আশ্রয় নিতে। আবার না পারছে নিজের খাবার এর ব্যবস্থা করতে। জানা যায়, দুবাইস্থ গাল্ফ হাউজ কন্সট্রাকশন এলএলসি নামের এই কোম্পানী শ্রমিকদের কাজ করিয়ে ৫ মাস ধরে কোন বেতন ভাতা দিচ্ছেনা বলে শ্রমিকরা গত ৩ ও ৪ সেপ্টেম্বর কর্মবিরতি রাখে।
পরেরদিন ৫ সেপ্টেম্বর কোম্পানীর মালিক এসে সব শ্রমিককে বেতন দিবে বলে ওয়ার্ক পারমিট কার্ড চাইলে সবাই স্বেচ্ছায় কার্ড তুলে দেন। কার্ড পাবার পর মালিক বেতন দিবেনা এবং ওয়ার্ক পারমিট কার্ড ও দিবেনা বলে জানায়। এমতাবস্থায় নিরাশ্রয় হয়ে দিন কাটাচ্ছেন ২৫ জন বাঙলিসহ মোট ৫০ জন শ্রমিক। এই রমজানে ২ দিন ধরে সেহরী খেতে পারেন বলে কান্নাজড়িত কণ্ঠে জানালেন ঘটনার স্বীকার বাঙালি শ্রমিক আজগর আলী। তিনি বরিশালের ভোলার সন্তান।
১০ মাস ধরে এই কোম্পানীতে কাজ করছেন কিন্তু বিগত ৫ মাসে বেতন না পাওয়াতে বাড়ি থেকে টাকা এনে তাকে খেতে হচ্ছে। এ ব্যাপারে কোম্পানীর মিশরী মালিক সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- এ বিষয়ে কিছু বলতে চান না তবে কোম্পানীতে টাকা নাই। টাকা হলে দিয়ে দিতেন। আসছে ঈদ। সবাই ভাসছে আনন্দের বন্যায়।
আর এই লোকেদের নোনাজলে ভাসছে চোখের বারিন্দা। তাদের ব্যাপারে এ রিপোর্ট লেখা পর্যন্ত একাধিকবার ফোন করলেও কেউ ফোন ধরেননি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।