আমাদের কথা খুঁজে নিন

   

আমিরাতে মতবিনিময়


এনআরবি, সংযুক্ত আরব আমিরাত সম্মেলন উদযাপন পরিষদের উদ্যোগে আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা। ১৩ মার্চ বাংলাদেশ দূতাবাসের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
১১ এপ্রিল দুবাইয়ে উদযাপন পরিষদ, গালফ কো-অপারেশন কাউন্সিলের দেশগুলোতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি প্রতিনিধি নিয়ে সম্মেলন করতে যাচ্ছে। সেই সম্মেলনকে সামনে রেখেই আবুধাবিতে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান আমিরাতপ্রবাসী বাংলাদেশিদের ওপর তথ্য-উপাত্ত ভিত্তিক একটি স্লাইড শো উপস্থাপন করেন।


আলোচনা করেন ড. রেজা খান, ড. হাবিব-উল-হক খন্দকার, ড. জমির চৌধুরী, প্রকৌশলী আব্দুস সালাম, এস এ মোরশেদ ও ইসমাইল হোসেন প্রমুখ।
সভায় সংযুক্ত আরব আমিরাতে নারী কর্মীর মর্যাদা, দেশে মুদ্রা প্রেরণ ও বাংলাদেশিদের ভাবমূর্তি উন্নয়নে জোর দেওয়া হয়। এ বিষয়ে প্রতিনিধিরা খোলামেলা কথা বলেন।
বক্তারা বলেন, ভাবমূর্তি নির্মাণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাংলাদেশি নির্মাণ কর্মীদের যুক্ত করার প্রয়োজন রয়েছে। নারীরা এক ধরনের কুচক্রীর খপ্পরে পড়ে বিপদগামী হন।

এ সমস্যা উত্তরণে দূতাবাসের বিশেষ একটি সেল গঠন করা প্রয়োজন। দেশে মুদ্রা প্রেরণে উৎসাহ প্রদানের জন্য ব্যাংক ও এক্সচেঞ্জধর্মী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সভায় এনআরবি সংযুক্ত আরব আমিরাতের সদস্য সচিব জর্জ খান সংগঠনের কর্ম, উদ্দেশ্য ও পরিকল্পনা ব্যাখ্যা করেন। তিনি সংগঠনের পক্ষ থেকে আলোকিত প্রবাসীর সম্মাননা প্রদানের ধারণা তুলে ধরেন। সভা পরিচালনা করেন প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন।


নিমাই সরকার
আবুধাবি, আরব আমিরাত

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.