সংযুক্ত আরব আমিরাতের বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ সমিতি শারজাহ শাখা। গত ৯ জানুয়ারি রাতে আজমান জওয়ার অডিটরিয়ামে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দিয়েছেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর আমিরাত ও দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল মাসুদুর রহমান, বিজনেস কাউন্সিলর ড. মাহমুদুল হক, বাংলাদেশ সমিতি আবুধাবী শাখার সভাপতি প্রকেৌশলী রফিক সিকদার।
মোস্তাফা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, দুবাই বিজনেস কাউন্সিলের সভাপতি মাহতাবুর রহমান নাসির, বড়লেখা সমিতির সভাপতি হাজী আবদুল করিম, বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ক্যাপ্টেন আবু আহাদ প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানের পর কোলকাতা ও প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা।এসময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা একুশে টেলিভিশনের আমিরাত প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদারের সম্পাদনায় স্মরণীকা 'দুর্জয়'র মোড়ক উম্মোচন করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।