আমাদের কথা খুঁজে নিন

   

নিজ কাব্য

প্রেম মহৎ যদি তা বিশুদ্ধ থাকে

বার বার ফিরে আসি বার বার ফিরে যাই , তোমারই মন বিকাশে তোমায় ছুঁয়ে যাই। কোন নামটি প্রিয় তোমার কোন ফুলটি লাগে ভালো কোন ভ্রমরার পরাগরেনু তোমার মনের মতো হলো । তোমাকে করতে জয় আমার এ প্রচেষ্টা নয় অমূলক নয়। তোমার মধুনামে মিলাতে মোর নাম ছড়িয়ে ছিটিয়ে রেখেছি প্রিয়া হাজার ছদ্মনাম। তোমার জন্যে সপেছি আদুরী এ দেহ মন প্রাণ চক্রাকারে ঘুরছি তোমার পিছু এ বিধাতার বিধান। নিয়তির এ ঘূর্ণিপাকে সূর্যালোকে চন্দ্রালোকে রাতের আঁধার অথৈ পাথার দিগন্তের ঐ আঁকাশলোকে খুঁজি তোমায় দারুণ আশায় পেতে তোমার হৃদয়টাকে। অন্য কিছু নয় নীল ফড়িং লাল ফড়িং কোন কাব্য নয় নিজ কাব্য রচে যাই আমি নেই কোন সংশয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।