সত্য বলব বলে মিথ্যা বলার চেয়ে মিথ্যা বলব বলে সত্য বলা ভাল..এতে আর যাই হোক কারও মন ভাঙ্গা হয় না!
এই বিপদে তুমি এমন চুপ কেন আফরোজা,
তুমি তো জান, আমার জন্য পাত্রী চলছে খোঁজা।
তোমায় কত্ত ভালোবেসে মন প্রাণ দিয়েছিনু,
তোমার জন্য কিটনাশক আর বিষ খেতে চেয়েছিনু।
বুঝিনাতো আমি, এত কেন দ্বিধা আমাদের বাড়ি আসায়-
বুকে বল আনো, সাহস যোগাও, আস আমাদের বাসায়।
বাবা আর মাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে যাও বিয়ে করে,
নয়তো আমাকে বিয়ে দিয়ে দেবে যেখানে সেখানে ধরে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।