আমাদের কথা খুঁজে নিন

   

আমি কাব্য লিখি,কিন্তু কাব্য শিখি নাই . . .

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

কাব্য কি শেখার জিনিষ ? এই জিনিষটা যে আবার কোন জিনিষ সেই জিনিষটাই যদি জানতাম তাইলে জিনিষ তো ফিনিস হতো।কিন্তুফিনিস তো হলো না , তাই তো এত ঝামেলা ! ব্লগ এ ঢুকলাম ,দেখি লোকজন-এর মেলা ফালাফালি । বুঝুক না বুঝুক,জানুক না জানুক বাপের নামের ঠিক আছে কি না তাই নিয়ে টানাটানি । মুইতা পানি লয়না কুলুপ লইয়া টানাটানি ! এই হইলো গা এগো অবস্থা । এখন কথা হইলো কাব্য শেখনের দরকার আছে কি নাই ? হেই সিদ্ধান্ত আপনাগো .

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।